শ্বশুরবাড়ি ডটকম একটি বাংলাদেশী ম্যাট্রিমোনি ওয়েবসাইট। কোনো সার্ভিস চার্জ ছাড়াই একাউন্ট খুলে পাত্র-পাত্রী নিজে অথবা অভিভাবক বায়োডাটা পোস্ট করতে পারবে। একই সাথে পছন্দের পাত্র-পাত্রীর অভিভাবকের সাথে সরাসরি যোগাযোগ করা যায়। ShosurBari.com হলো- দেশি ও প্রবাসী বাংলাদেশী বাঙ্গালী পাত্র-পাত্রী খুঁজে পাওয়ার সহজ মাধ্যম।
শ্বশুরবাড়ি ডটকমে বায়োডাটা পোস্ট করার জন্য সার্ভিস চার্জ প্রযোজ্য নয়। সম্পূর্ণ ফ্রিতেই বায়োডাটা পোস্ট করতে পারবেন।
না! অবশ্যই শ্বশুরবাড়ি ডটকমে পাত্র-পাত্রীর বায়োডাটার বিষয়টি নিজ নিজ অভিভাবকে জানা থাকতে হবে। পাত্র-পাত্রীর তথ্য যাচাই বাছাইয়ের পর যদি প্রমাণিত হয় অভিভাবক বিষয়টি জানেন না। বায়োডাটার বিষয়টি অভিভাবকের অজানা থাকার কারণে যেকোনো সময় বিনা নোটিশে শ্বশুরবাড়ি ডটকম থেকে বায়োডাটা ডিলিট করে দেয়া হবে।
না! শ্বশুরবাড়ি ডটকমে একাউন্ট খোলার পর প্রোফাইলে পাত্র-পাত্রীর ছবি আপলোড করা বাধ্যতা মূলক নয়। তবে পাত্র-পাত্রীর ছবি ছাড়া অন্য যেকোনো কিছুর ছবি আপলোড করলে বিনা নোটিশে সম্পূর্ণ বায়োডাটা ডিলিট করে দেয়া হবে।
শ্বশুরবাড়ি ডটকমের পাত্র-পাত্রীদের ছবি কোনো তৃতীয় পক্ষকে (ইউজারকে) প্রদান করা হয়না। পাত্র-পাত্রীদের নিজ নিজ বায়োডাটার প্রোফাইলে যেই ছবি দেখতে পাবেন সেই ছবি অনুযায়ী তাদেরকে পছন্দ-অপছন্দ করার বিষয়টা একান্তই আপনার উপর নির্ভর করছে।
পাত্র-পাত্রী নিজেই অথবা অভিভাবক বায়োডাটা পোস্ট করতে পারবেন সহজেই। প্রথমে রেজিস্টার পেজ থেকে বায়োডাটা পোস্ট কারীর Name, Username, Email, Number, Gender, Password অপশন পূরণ করে নতুন একটি একাউন্ট খুলতে হবে। তারপর পাত্র-পাত্রীর বায়োডাটা পোস্ট করতে পারবেন।
একাউন্ট সফল ভাবে রেজিস্টার হবার পর, My Account পেজ থেকে “বায়োডাটা পোস্ট করুন” সেকশনে ক্লিক করে হাতে যথেষ্ট সময় নিয়ে পাত্র-পাত্রীর বায়োডাটা পোস্ট করুন।
পাত্র-পাত্রীর ও অভিভাবকের নাম, মোবাইল নাম্বার এবং ই-মেইল গোপন থাকবে, বায়োডাটার বাকি সকল তথ্য সাধারণ ইউজাররা দেখতে পারবে।
হ্যাঁ! অভিভাবক কে প্রথমে রেজিস্টার পেজ থেকে নিজের Name, Username, Email, Number, Gender, Password অপশন পূরণ করে নতুন একটি একাউন্ট খুলতে হবে। তারপর পাত্র-পাত্রীর বায়োডাটা পোস্ট করতে পারবেন সহজেই। কোনো সার্ভিস চার্জ প্রয়োজন নেই।
My Account পেজ থেকে “বায়োডাটা আপডেট” সেকশনে ক্লিক করার পর ড্রপডাউন ৭টি সেকশন পেয়ে যাবেন। বায়োডাটার যেই সেকশনটি আপডেট করতে চান সেই সেকশনে ক্লিক করে আপনার তথ্য পরিবর্তন করুন।
একই অপশন যদি একাধিকবার ভিন্ন-ভিন্ন তথ্যে আপডেট হয়ে যায়, সেক্ষেত্রে যেই তথ্য প্রয়োজনীয় নয় সেই অপশনের তথ্য রিমুভ/ফাঁকা অপশন সিলেক্ট করে প্রয়োজনীয় তথ্যগুলো ঠিক রেখে পুনরায় আপডেট করুন।
আপনার একাউন্ট লগইন করে My Account পেজ থেকে যেকোনো সময় বায়োডাটাটি নিজে নিজেই ডিএক্টিভেট বা গোপন করে রাখতে পারবেন। পরবর্তীতে আবার যেকোনো সময় আপনার একাউন্ট নিজেই একটিভ করতে পারবেন। তবে আপনার একাউন্ট যদি নিজে নিজেই ডিএক্টিভেট বা গোপন করে রাখেন তাহলে আর ডিলিট করার প্রয়োজন নেই, আপনার বায়োডাটা কেউ দেখতে পাবে না।
একাউন্ট ডিলিট করার জন্য সরাসরি শ্বশুরবাড়ি ডটকমের এডমিনের সাথে যোগাযোগ করতে হবে। এডমিনের সাথে যোগাযোগ করতে আমাদের FaceBook পেজ অনুসরণ করুন অথবা যোগাযোগ পেজে প্রবেশ করে আপনার সমস্যার কথা জানিয়ে Contact Us ফর্ম টি পূরণ করে জমা দিন। পরবর্তীতে আপনার সাথে এডমিন যোগাযোগ করে একাউন্ট ডিলিট করে দেবে।
আপনি যেই কয়টি বায়োডাটার সাথে সরাসরি যোগাযোগ করতে আগ্রহী শুধুমাত্র সেই কয়টি বায়োডাটার জন্য পেমেন্ট করতে হবে। আপনি একই সাথে সর্বোচ্চ ১০টি বায়োডাটা পছন্দ করে পেমেন্ট করতে পারবেন। একই সাথে ১০টির অধিক বায়োডাটার সাথে যোগাযোগ করতে আগ্রহী হইলে আপনাকে ১০টি করে বায়োডাটা পছন্দের তালিকায় যুক্ত/রিমুভ করে পেমেন্ট সম্পন্ন করতে হবে।
শ্বশুরবাড়ি ডট কমে কোনো একাউন্ট ছাড়া পছন্দের তালিকায় কোনো বায়োডাটা যুক্ত করে রাখতে পারবেন না। এক সাথে একের অধিক বায়োডাটার সাথে যোগাযোগের জন্য এবং পছন্দের তালিকায় পছন্দের বায়োডাটা গুলো যুক্ত করতে অবশ্যই শ্বশুরবাড়ি ডট কমে আপনার একাউন্ট লগইন থাকতে হবে।
বিয়ের জন্য শ্বশুরবাড়ি ডট কমের পাত্র-পাত্রীর সাথে যোগাযোগ করতে আগ্রহী হইলে সার্ভিস চার্জ প্রদান করতে হবে, বায়োডাটা কতৃপক্ষের থেকে কোনো সার্ভিস চার্জ নেয়া হয় না। আপনার পেমেন্ট সম্পন্ন হবার পর, ২৪ ঘন্টার মধ্যে যোগাযোগের জন্য অভিভাবকের মোবাইল নাম্বার আপনাকে SMS বা ই-মেইলের মাধ্যমে প্রদান করা হবে।
পরিবার ও পাত্র-পাত্রীর সম্পর্কে নিজ দায়িত্বে ভালভাবে খোঁজ নিয়ে তবেই বিয়ের কথা পাকা করুন। বিয়ের পূর্বেই পাত্র বা পাত্রীর পরিবারের সাথে টাকা লেনদেন করে প্রতারিত হবেন না। কোনো কিছু লেনদেন করে প্রতারিত হইলে কোনো ভাবেই শ্বশুরবাড়ি ডটকম কর্তৃপক্ষ দায়ী থাকিবে না। শ্বশুরবাড়ি ডটকম শুধুমাত্র দুইটি পরিবারের মধ্যে যোগাযোগের মাধ্যম হিসাবে পরিচালিত।
না! যোগাযোগের জন্য শুধুমাত্র পাত্র-পাত্রীর অভিভাবকের মোবাইল নাম্বার প্রদান করা হয়। যদি পাত্র-পাত্রীর পরিবারের প্রধান অভিভাবক পাত্র-পাত্রী নিজেই হয়ে থাকেন সে ক্ষেত্রে পাত্র-পাত্রীর মোবাইল নাম্বার প্রদান করা হবে।
হ্যাঁ ফেরত যোগ্য! সার্ভিস চার্জ ফেরত দেয়ার পূর্বে শ্বশুরবাড়ি ডটকমের কাস্টমার সার্ভিস থেকে বিষয়টা নিয়ে তদন্ত করবে। বায়োডাটার (পাত্র-পাত্রীর) যদি আগেই অন্য কোথাও বিয়ে ঠিক হয়ে যায় সেক্ষেত্রে আগ্রহী ইউজারকে সার্ভিস চার্জ ফেরত দেয়া হবে।
আগ্রহী ইউজারের ব্যক্তিগত কোনো কারণে সার্ভিস চার্জ ফেরত যোগ্য নয়।
না! বিয়ের পর কোনো সার্ভিস চার্জ দিতে হবে না। আমাদের মাধ্যমে বিবাহ সম্পন্ন হইলে বিয়ের পরবর্তীতে শ্বশুরবাড়ি ডটকমের কতৃপক্ষকে পাত্র-পাত্রীর পক্ষ থেকে কোনো সার্ভিস চার্জ দিতে হবে না।
ShosurBari.com is a Bangladeshi matrimony website where users can create an account and post biodata for brides and grooms without any service charge.
Copyright © 2022-24 ShosurBari.com | All Rights Reserved